অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ নদীর কাজ (VSAQ- River work)
1. নদী কাকে বলে?
যেসকল জলধারা বৃষ্টির জলে বা তুষার গলা জলে পুষ্ট হয়ে বা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় এবং অবশেষে সাগর বাড়াবে মিলিত হয় তাকে নদী বলা হয়। যেমন- গঙ্গা।
2. উপনদী কি?
প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয় এসমস্ত নদীকে উপনদী বলা হয়। যেমন- গঙ্গার উপনদী যমুনা।
3. শাখা নদী কি?
প্রধান নদী থেকে অন্য কোন নদী বেরিয়ে এসে সাগর বা অন্য কোন নদীতে মিলিত হলে তাকে শাখা নদী বলে। যেমন- গঙ্গার শাখা নদী ভাগীরথী হুগলি।
4. নদী অববাহিকা কাকে বলে?
কোন প্রধান নদী ও তার উপনদী শাখা নদী সম্মিলিতভাবে যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে অর্থাৎ যতটুকু অঞ্চলের ওই নদীর কাজ চলতে থাকে তাকে নদী অববাহিকা বলা হয়।
5. ধারণ অববাহিকা কি?
পার্বত্য অঞ্চলে নদী যতটুকু জায়গা অধিকার করে থাকে অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে নদীতে জল আসে, সেই জায়গাকে ধারণ অববাহিকা বলা হয়।
6. জলবিভাজিকা কাকে বলে?
যে সমস্ত উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয়। পাহাড় পর্বত প্রকৃত উচ্চভূমি গুলো জলবিভাজিকা রূপে অবস্থান করে।
7. নদী উপত্যকা কাকে বলে?
দুটি উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমি কে বলা হয় উপত্যাকা। আর এই সংকীর্ণ নির্ণয় পদ্ধতি যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা।
8. নদীর ক্ষয় সীমা বলতে কী বোঝ?
নদীর ক্ষয় রেশমাকে নদীর ক্ষয়সীমা বলা হয়। সাধারণভাবে সমুদ্রতল হল নদীর ক্ষয়সীমা।
9. ষষ্ঠ ঘাতের সূত্র কি?
নদীর বহন ক্ষমতা নির্ভর করে গতিবেগ জলের পরিমাণ পদার্থের পরিমাণের উপর। যদি নদীর গতি বেগ কোন কারনে দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে সেই নদীর বহন করার ক্ষমতা 64 গুন হারে বাড়ে, একেই ষষ্ঠ ঘাতের সূত্র বলে।
10. কিউসেক ও কিউমেক কি?
নদীর জল প্রবাহ মাত্রার একক হল কিউসেক ও কিউমেক। কিউসেক হল কিউবিক ফুট/সেকেন্ড এবং কিউমেক হল কিউবিক মিটার/সেকেন্ড।
11. আদর্শ নদী কাকে বলে?
ভূমির ঢাল ও নদী কার্ডের তারতম্য অনুসারে নদীর গতিপথ কে তিন ভাগে ভাগ করা হয় যথা উচ্চগতি পার্বত্য প্রবাহ মধ্যগতি নিম্নগতি বা বদ্বীপ প্ৰবাহ।