top of page

জলনির্গম প্রণালী (Drainage patterns)

Updated: Jul 17, 2021


বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (Dendritic drainage pattern):

  • উপনদী গুলির অতি এলোমেলোভাবে সবদিকে শাখা-প্রশাখার ন্যায় অবস্থান করায় দেখতে অনেকটা গাছের ডালপালার মতো মনে হয়।

  • উপনদী গুলি প্রধান নদী সঙ্গে সূক্ষ্মকোণে মিলিত হয়।

  • ভূবৈচিত্রসূচক মানচিত্রে এ ধরনের নদীর নকশার প্রাধান্য সবচেয়ে বেশি।

  • মৃদু ঢাল যুক্ত সমতল ভূপৃষ্ঠে ধরনের নদী নকশা গঠনে সহায়ক হয়।

  • ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই নদী নকশা লক্ষ্য করা যায়।



উপ-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (Sub-dendritic drainage pattern):

  • বৃক্ষরূপী জলনির্গম প্রণালীটি দেখতে লম্বাটে হলে তাকে উপ-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে।

  • স্বল্প নতি সম্পন্ন এলাকায় এই ধরনের নদী নকশা গড়ে ওঠে।

  • সমভুমি অঞ্চলেও এই ধরনের নদী নকশা দেখা যায়।

পিনেট জলনির্গম প্রণালী (Pinnate drainage pattern):

  • দেখতে অনেকটা বৃক্ষরুপী জলনির্গম প্রণালীর মত।

  • উপনদীগুলি দৈর্ঘ্যে ছোট হয়।

  • নিমপাতার মত দেখায় বলে একে পিনেট জলনির্গম প্রণালী বলে।

  • তীব্র ঢাল বিশিষ্ট সংকীর্ণ নদী উপত্যকায় এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে।

  • নর্মদা নদী উপত্যকায় এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়।

আয়তাকার জলনির্গম প্রণালী(Rectangular drainage pattern):

  • প্রধান নদী ও তার উপনদী গুলির নিয়ে প্রবাহিত হলে এই নদী নকশা করে ওঠে।

  • উপনদী গুলির প্রধান নদীর সাথে সমকোণে মিলিত হয়।

  • চ্যুতি গঠিত শিলাস্তরের উপর এই নদী নকশা লক্ষ্য করা যায়।

  • গ্রানাইট ও বেলে পাথরের উপর এধরণের নদী নকশা বেশি লক্ষ্য করা যায়।