জলনির্গম প্রণালী (Drainage patterns)
Updated: Jul 17, 2021
বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (Dendritic drainage pattern):
উপনদী গুলির অতি এলোমেলোভাবে সবদিকে শাখা-প্রশাখার ন্যায় অবস্থান করায় দেখতে অনেকটা গাছের ডালপালার মতো মনে হয়।
উপনদী গুলি প্রধান নদী সঙ্গে সূক্ষ্মকোণে মিলিত হয়।
ভূবৈচিত্রসূচক মানচিত্রে এ ধরনের নদীর নকশার প্রাধান্য সবচেয়ে বেশি।
মৃদু ঢাল যুক্ত সমতল ভূপৃষ্ঠে ধরনের নদী নকশা গঠনে সহায়ক হয়।
ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই নদী নকশা লক্ষ্য করা যায়।

উপ-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (Sub-dendritic drainage pattern):
বৃক্ষরূপী জলনির্গম প্রণালীটি দেখতে লম্বাটে হলে তাকে উপ-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে।
স্বল্প নতি সম্পন্ন এলাকায় এই ধরনের নদী নকশা গড়ে ওঠে।
সমভুমি অঞ্চলেও এই ধরনের নদী নকশা দেখা যায়।
পিনেট জলনির্গম প্রণালী (Pinnate drainage pattern):
দেখতে অনেকটা বৃক্ষরুপী জলনির্গম প্রণালীর মত।
উপনদীগুলি দৈর্ঘ্যে ছোট হয়।
নিমপাতার মত দেখায় বলে একে পিনেট জলনির্গম প্রণালী বলে।
তীব্র ঢাল বিশিষ্ট সংকীর্ণ নদী উপত্যকায় এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে।
নর্মদা নদী উপত্যকায় এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়।
আয়তাকার জলনির্গম প্রণালী(Rectangular drainage pattern):
প্রধান নদী ও তার উপনদী গুলির নিয়ে প্রবাহিত হলে এই নদী নকশা করে ওঠে।
উপনদী গুলির প্রধান নদীর সাথে সমকোণে মিলিত হয়।
চ্যুতি গঠিত শিলাস্তরের উপর এই নদী নকশা লক্ষ্য করা যায়।
গ্রানাইট ও বেলে পাথরের উপর এধরণের নদী নকশা বেশি লক্ষ্য করা যায়।