top of page

সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন উত্তরঃ দুর্যোগ ও বিপর্যয় (Hazard and Disaster)

Updated: Jul 25, 2021


১. দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বোঝো?

  • দুর্যোগ

সাধারণভাবে দুর্যোগ ও বিপর্যয় শব্দ দুটি সমার্থক শব্দ রূপে ব্যবহৃত হলেও প্রকৃতপক্ষে বিষয়গত পার্থক্য রয়েছে।

আরবি শব্দ Ar-Zahr যার অর্থ মৃত্যু বা প্রাচীন অ্যাংলো ফরাসি শব্দ hasard থেকে দুর্যোগ শব্দটি এসেছে। বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কারণে দ্বারা সংঘটিত যে সকল ঘটনা মানবজীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিকর প্রভাব ফেলে বা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তবে বিশেষ ক্ষয়ক্ষতি করে না, তাকে দুর্যোগ বলা হয়।

  • বিপর্যয়

Disaster শব্দটি এসেছে ফরাসি শব্দ desastre থেকে যেখানে des শব্দের অর্থ bad/evil বা মন্দ এবং astre শব্দের অর্থ star বা তারা। এক কথায় bad star বা শয়তানের তারা।

প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট যেকোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের বা অপরের সাহায্য ছাড়া মোকাবিলা করা সম্ভব হয় না তাকেই বলে বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে, "any occurrence that causes damage, economic destruction, loss of human life and deterioration in health and health services on a scale sufficient to warrant and extraordinary responses from outside the affected community or area."

২. দুর্যোগ কত প্রকার ও কি কি?

দুর্যোগ সাধারণত তিন প্রকার-

  • ১. প্রাকৃতিক দুর্যোগঃ

যে সমস্ত দুর্যোগ কেবলমাত্র প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে, মানুষের কোন ভাব থাকে না তাদেরকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। যেমন- ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্নুৎপাত, সুনামি প্রভৃতি।

  • ২. আধা প্রাকৃতিক দুর্যোগঃ

কিছু কিছু দুর্যোগ প্রধানত প্রাকৃতিক কারণেই ঘটে কিন্তু মানুষের বিচার বুদ্ধির অভাবে, অসচেতনতায়, কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, স্বার্থপরতা ইত্যাদির কারণে তার ভয়াবহতা বৃদ্ধি পায়, এই সমস্ত দুর্যোগকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। যেমন- মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীতে প্রতিবছর নদীর ভাঙ্গনে দুর্যোগের প্রাদুর্ভাব ঘটে।