top of page

হিমবাহের কার্য: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSAQ)

১. হিমবাহ কাকে বলে?

বিশাল আকার বরফের স্তুপ অভিকর্ষ টানের ধীরে ধীরে অনুযায়ী নিচের দিকে নেমে এলে তাকে বলা হয়। হিমবাহ কে বরফের নদীও বলা হয়।


২. হিমরেখা কি?

পার্বত্য অঞ্চলে যে কাল্পনিক সীমা রেখার উপর সারাবছর বরফ বা তুষার জমে থাকে, তাকে হিমরেখা বলা হয়।


৩. মহাদেশীয় হিমবাহ কাকে বলে?

উচ্চ অক্ষাংশে মহাদেশের উপর বিশাল আকার বরফের স্তুপকে মহাদেশীয় হিমবাহ বলা হয়। সুমেরু ও কুমেরু অঞ্চলে এই ধরনের হিমবাহ লক্ষ্য করা যায়।

৪. পার্বত্য হিমবাহ কাকে বলে?

পার্বত্য এলাকায় যে সমস্ত হিমবাহ লক্ষ্য করা যায় তাদেরকে পার্বত্য হিমবাহ বলা হয়। আলাস্কার হুবার্ড পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ।

৫. পাদদেশীয় হিমবাহ কাকে বলে?

পর্বত চূড়ার পাদদেশে বরফ জমে যে সমস্ত হিমবাহ তৈরি হয়, তাদেরকে পাদদেশীয় হিমবাহ বলা হয়। আলাস্কার ম্যালাসপিনা বিখ্যাত পাদদেশীয় হিমবাহ এর উদাহরণ।


৬. হিমশৈল কি?

সমুদ্রের জলে ভাসমান বিশাল আকার বরফের স্তুপকে হিমশৈল বলা হয়। হিমশৈলের মাত্র ১/৯ অংশ জলের উপরে ভেসে থাকে।


৭. হিমবাহের ক্ষয় পদ্ধতি গুলি কি কি?

হিমাবাহ সাধারণত অবঘর্ষ এবং উৎপাদন এই দুই পদ্ধতিতে ক্ষয়কার্য করে।

৮. সার্ক কি?

পার্বত্য অঞ্চলে হিমাবাহ অবঘর্ষ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় করে হাতল যুক্ত ভূমিরূপের সৃষ্টি করে যা দেখতে অনেকটা আরাম-কেদারা বা যুক্ত চেয়ারের মতো, এদেরকে সার্ক বলা হয়। জার্মান ভাষায় একে কার, স্কটল্যান্ডে করি বলা হয়।


৯. করি হ্রদ কাকে বলে?

সার্কের মস্তক প্রাচীর এর পরবর্তী অংশ অবতল আকৃতির ওতা চৌকাট পর্যন্ত বিস্তৃত অনেক সময় এই অংশে জল জমে তখন একে সার্ক হ্রদ বা করি হ্রদ বা টার্ন বলা হয়।


১০. হিমসিড়ি বা হিমসোপান কি?

হিমবাহ যুক্ত অঞ্চলে অসম ক্ষয় কার্যের ফলে উপত্যাকা বরাবর ধাপের সৃষ্টি হয় একেই হিমসিড়ি বা হিমসোপান বলে।


১১. প্যাটার্নস্টার হ্রদ কি?